Rate this item
(0 votes)

পরিস্থিতির বিবরণ

Written by  সেলিম রেজা নিউটন
  • প্রকাশ: ২০১৫
  • আই এস বি এন: 978-984-8856-33-5
  • পৃষ্ঠা: ৯৬
  • বাঁধাই: বোর্ড বাঁধাই
  • মূল্য: ২০০

লিখতে লিখতে পরিস্থিতি শেখা হতে থাকে ।কবিতা থেকে কবি জন্মান না । কবির উপলব্ধির সংহত স্বতঃপ্রকাশই রচনা করে বরং কবিতার উদাহরণ । নানাবিধ মানুষ্যবিন্যাসই পরিস্থিতি । কবি আসলে পরিস্থিতি স্বয়ং । আর, পরিস্থিতির যা-কিছু বিবরণ কবি দেন তা কবিতা । ইচ্ছা করলে কেউ তাকে পদাথবিদ্যা বা ত্রিপিটক নামেও ডাকতে পারেন । সে যা-ই হোক, পরিস্থিতি থেকে লেখা প্রকটতরও হয় । এবং মুখোমুখি হয় তারা – পরিপাশ্বের, পরিস্থিতির এবং নিজের । ঝরতে থাকে রক্ত। তামাম সম্পকের হৃৎপিণ্ড থেকে । শিল্পসাহিত্য ও কবিতার বাজারি-সরকারি সংজ্ঞাশাস্ত্রের পরিমণ্ডল নিয়ে ওঠে রক্তিম প্রশ্নরাশি ।ইত্যাকার পরিস্থিতির রেডিমেড কোনো প্রাজ্ঞ ফয়সালা জানার ভানার এখানে নাই । প্রশ্ন আছে শুধু । পরিস্থিতির বিবরণ হয়তো বিদ্যমান অবস্থাকে লাগাতারভাবে মোকাবেলা করে যেতে থাকারই অন্য নাম । নতুন নতুন শত-পরিস্থিতি বুননের তৎপরতায়, নতুনতর মুহূত সৃষ্টির আকাঙ্ক্ষায় ।

সেলিম রেজা নিউটনের জন্ম ১৯৬৮ সালে । নীলফামারি জেলার সৈয়দপুরে । বাড়ি নাটোরে । গণযোগাযোগ ও সাংবদিকতায় পড়াশোনা করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে । শিক্ষকতা করছেন ঐ বিষয়েই গত কুড়ি বছর ধরে । রাজশাহী বিশ্ববিদ্যালয়ে । লেখেন নানা কিছু । প্রশ্ন ও পথানুসন্ধানই আরাধ্য সেসবে । গোটা চারেক প্রবন্ধপুস্তক বেরিয়েছে বিদ্রোহ, নৈরাজ্য, মিডিয়া মনিটরিং, প্রেম-পরিবার-সম্পক, স্বাধীনতা ও সংগঠনের অচেনা যত চিহ্ন নিয়ে । সম্পাদনা করেছেন সামাজিক বিজ্ঞানের অ্যাডকমসো জানাল, এবং মানুষ ও প্রকৃতি বিষয়ক ছোটকাগজ মানুষ । আশীর দশকের সামরিক স্বৈরাচারের পুরোটাই ছিলেন রাস্তায় । জেল খেটেছেন বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা রক্ষার গরজে । ২০০৭-এর বিশ্রী জরুরি আইন অমান্য করে । কবিতার সিকনেসে শৈশব থেকেই – নিমপাতার বাতাসে । প্রকাশিত হতে শুরু করেছিল মনে হয় ১৯৮৪ থেকে । ছাপতে দেওয়া হয়েছে খুবই কম – সংঙ্কোচে, সংশয়ে এবং বাজার-সরকার কতৃক আরোপিত প্রতিযোগিতার লজ্জায় । কাব্যগ্রন্থ এই প্রথম । এবং সেটা নিঃসংশয়ে নয় ।

 
Ulkhar