Rate this item
(0 votes)

চতুর্থ সেলাইয়ের নিচে

Written by  ফয়সাল আদনান
  • প্রকাশ: ২০১৭
  • আই এস বি এন: ৯৭৮-৯৮৪-৮৮৫৬-৪৭-২
  • পৃষ্ঠা: ৬৪
  • বাঁধাই: বোর্ড বাঁধাই
  • মূল্য: ১২৫

নিজের কবিতার সাথে কবি ফয়সাল আদনানের সম্পর্ক মনে হয় অনেকটা ক্যাজুয়াল তবে উপর চালাকি নেই কোনো; ভানও নেই যেমন বরং আপাত উদাসীন প্রেমিকের মত আছে এক মায়াবী সরলতা কখনো তা অনায়াস খুনসুটিতে ক্ষেপিয়ে তুলে ব্যাক্তিগত দিন যাপনের মুদ্রাকে কখনো-বা সিরিয়াসনেসের রক্তে রঞ্জিত করে আবিশ্বসমূহ প্রশ্নের গণিত

যখন বেঁচে থাকা করুণ অপ্রয়োজনে, অজস্র শিশুর চোখ যখন গুনছে ধর্ষণ চিৎকারের প্রকরণ আর শহরে ওয়াগনভর্তি হয়ে বিষাদ আসছে তখন লিখতে এসেছেন কবি আর পৃথিবীর শিশুদের সামনে প্রশ্ন তুলছেনরক্ত ধূলিতে মাখামাখি কার জরায়ু? কার নাভির নিচে ড্রামবিট ভাঙছে, রণহুংকার?

ফয়সালের প্রথম বই চতুর্থ সেলাইয়ের নিচে- রকম প্রশ্ন তুলতে চেয়েছে আরো উত্তরও খুঁজতে চেয়েছে যেমন কিন্তু তার চেয়েও বেশি করে চেয়েছে প্রশ্ন উত্তরের মাঝামাঝি কবির আত্মোপোলব্ধির এক সঘন বিস্তার আর সবশেষে, সকল প্রশ্ন উত্তরের জঙ্গল পেরিয়ে চেয়েছে ব্যক্তিগত বেদনা নিরাময়ের এক মিনার মোটিফ   এই অনুসন্ধানে মেজাজ হারাননি কবি স্বরটা থেকে গেছে মৃদু যেন নাÑ থেকেও যে-প্রেমিকা রয়েছেন ঘরময়Ñ শুধু তাঁকেই একান্তে বলতে চেয়েছেন যা কিছু বলার অথবা কেবলই নিজেকে

ফয়সালের স্বরটি আরবান নিজের সময়ের কোলাহল নৈঃশব্দের নির্যাস নিয়ে নিজের মতো করে এক ডিকশন তৈরি করতে চেয়েছেন তিনি বৈচিত্র্যের সমারোহ নেই তাতে কিন্তু সংযমের পুণঃপৌনিকতা একটি সাংগীতিক ধ্বনি তৈরিতে অবদান রেখেছে অধিকাংশ কবিতা তাই প্রথানুগ ছন্দের বাইরে থাকলেও একটি ছন্দময় আবহ তৈরি হয়েছে সম্পূর্ণ বইটিতে প্রথম বইয়ের জন্য যা এক ঈর্ষণীয় ব্যাপার

ফয়সালের প্রথম বই সপ্রমাণ এই সাক্ষ্য বহন করছে যে, ভবিষ্যতে বাংলা কবিতার এক গুরুত্বপূর্ণ স্বর হওয়ার হিম্মৎ রাখেন তিনি চতুর্থ সেলাইয়ের নিচে পাঠরত থেকে আমরা অপেক্ষায় থাকলাম কবির সেই সৃষ্টিশীল দীর্ঘযাত্রার

 

-              সুহৃদ শহীদুল্লাহ, কবি অনুবাদক, অন্যতম সম্পাদক, শিরদাঁড়া

 
Ulkhar