Home নির্বাচিত লেখা তিনটি কবিতা । ফয়সাল আদনান।। কবিতা

তিনটি কবিতা । ফয়সাল আদনান।। কবিতা

তিনটি কবিতা  ।  ফয়সাল আদনান।। কবিতা
0
0

বই: চতুর্থ সেলাইয়ের নিচে – ফয়সাল আদনান/ কবিতা / ২১০৭, উলুখড় ।।

 

দ্যা লোন সারভাইভর

একটা কাছিম

কী ভীষণ একা একোয়ারিয়ামে

ঘুরে বেড়াচ্ছে

মানুষের মাঝে নির্বিকার

জলের ভেতর থেকে, সে আমাদের দেখে

 

একশ বছর আয়ু তার

 

একশটি বছর সে কী ভাববে?

-ইউনিকর্নের রক্তের মহৌষধি গুণাগুণ?

-মৃত্যু সম্পর্কিত প্রভূত চিন্তা?

-দূর মহাকাশ থেকে নেমে আসা উল্কার স্বরূপ?

-মানুষের কিসের এত তাড়া?

-নাকি তার একাকিত্বের মাঝে প্রবল

শুধুই যৌনচিন্তা?

 

নোট টু সেলফ

নিজেকে লেখো মাঝে মাঝেই, কারণ বাকিরা কেউ সত্য বলবে না। তোমার ধূসর স্মৃতির নিচে জমে আছে বাইসনের হাড়, শহরের একমাত্র শেরিফ তুমি, অথচ তোমার হাড়ের দুর্গে নেই বারুদের দাপট। নিজেকে লেখো মাঝে মাঝে না হলে কেউ মনে করাবে না- একেকবার ড্র’র সাথে কতজন প্রেমিকা তোমার মরে বেঁচে গেছে। শহরে ওয়াগনভর্তি হয়ে বিষাদ আসছে, তোমার বন্ধু আউট ল’টি ধূর্ত চোখে উইঞ্চেস্টার বাগিয়ে বসে আছে- লুট হবে। তুমি একটা ফ্যান্টাসির মাঝে নিজেকে লিখতে থাকো, নইলে ভুলে যেতে পারো বুর্বনের গন্ধ, এপাচিদের কুড়ালের ধার।

নোট টু সেলফ: শুধু একটা শিষের মতো শব্দ যেন প্রার্থনায়…

শহরের শেষ শেরিফ।

 

আসন্ন বিপ্লব সম্পর্কিত দু চার কথা

হারিয়ে যাচ্ছে এয়ারলাইনার আর চেপে আসছে সীমানার গভীরে শত্রুর বুলেট, তোমার ভুলের মাশুলে বাথটাব যাচ্ছে ভরে- রক্তে আর গোঙানিতে, ‘বিপ্লব আসবেই’- জোর গলায় এমন এখন বলে না কেউ আর।

ঘর ভাঙছে, দোর ভাঙছে, ভেঙেচুরে পড়ছে আকাশ। আর তুমি গাল খাচ্ছ- সেন্টিমেন্টাল। শত্রুপক্ষ ঢুকে পড়ছে সীমানার গভীরে, আকাশ থেকে নেমে আসছে এয়ারলাইনার- ভুল রানওয়ে, আর তুমি হয়ে যাচ্ছ বোবাদের সর্দার। সঙ্গম ভুলে যাচ্ছ, শীৎকার ভুলে যাচ্ছ, ভুলে যাচ্ছ গানের স্কুল, তোমার পাতায় পাতায় ভর্তি হাওয়ারই চিৎকার।