Home নির্বাচিত লেখা সমগ্রবাদী ইশতেহার । শোয়েব শাদাব, শান্তনু চৌধুরী, সাজ্জাদ শরিফ ।। ইশতেহার

সমগ্রবাদী ইশতেহার । শোয়েব শাদাব, শান্তনু চৌধুরী, সাজ্জাদ শরিফ ।। ইশতেহার

সমগ্রবাদী ইশতেহার । শোয়েব শাদাব, শান্তনু চৌধুরী, সাজ্জাদ শরিফ ।। ইশতেহার
0
0

বই : স্বপ্নের সারসেরা [ছোটকাগজ আন্দোলনের ২৫ বছর] / ২০১০, উলুখড়।।

ইশতেহারটি প্রকাশিত হয়েছিল:

অনিন্দ্য / সংখ্যা ৩, জুলাই-সেপ্টেম্বর, ১৯৮৫

গাণ্ডীব / সংখ্যা ১, ফেব্রুয়ারি ১৯৮৭

১. প্রচলিত পঙ্কস্রোত থেকে মুক্তি দিতে হবে কবিতাকে।

২. কবিতার শব্দ হবে এমন যা পাঠকের চেতনায় আছড়ে আছড়ে পড়বে, হাতুড়ির মতো গুঁড়ো গুঁড়ো করে দেবে চৈতন্যের ইট।

৩. একমাত্র এবং একমাত্র কবিই নির্মাণ করবে শব্দের অতিব্যক্তিক সংরক্ত চরিত্র।

৪. পাঠকের জন্যে কবিতা পাঠের অভিজ্ঞতা হবে মৃত্যু-যন্ত্রণার মতো। কবিতা শাণিত কৃপাণের মতো ঢুকে যাবে পাঠকের মনোরাজ্যে; আর পাঠক আর্ত ঘোড়ার মতো ছুটতে ছুটতে দেশকাল পেরিয়ে পৌঁছে যাবে আতীব্র বোধের তৃতীয় জগতে।

৫. থুতু ছুড়ি তথাকথিত সুন্দর ও কুৎসিতের স্থূল কাব্য-বন্দনায়। কেবল আমাদেরই অভিজ্ঞানে রয়েছে রহস্যময় সংবেদনের আবর্ত।

৬. এইমাত্র জন্মান্তর ঘটেছে প্রাজ্ঞ অশ্বত্থের, তার অনন্ত শিকড় শুষে নেবে প্রতিটি রসকুম্ভের আত্মা- আর তার মহাবিস্তৃত প্রশাখার করতল অধিকার করে নেবে সমগ্র বিশ্ব এবং অবিশ্বকে।

৭. চাই চামড়া ছাড়ানো দগদগে আদিমতা আর রক্তের ফেনময় ঘূর্ণি-নাচ।